গুগল সার্চ কনসোল 500 Error এর সাথে ডাউন করে রেখেছে। Google search console issue

আজকে সকাল থেকে গুগল সার্চ কনসোল 500 Error এর সাথে ডাউন করে রেখেছে। এর প্রায় 66+ ঘণ্টা

গুগল সার্চ কনসোলে সাম্প্রতিক একটি সমস্যা দেখা গিয়েছে, এটা আসলে সমস্যা নয়, এটি হয়তো গুগলে কোন আপডেট আসতে চলছে। তাই সে কারণে গুগল সার্চ কনসোল সাইটটি 500 ইরর সাথে ডাউন করা হয়েছে ।

google-search-console-has-been-down-with-500-error


এটি ব্যবহারকারীরা আজকে সকাল থেকে উপলব্ধ করতেছে। 

আজকে সকাল থেকে গুগল সার্চ কনসোল 500 Error এর সাথে ডাউন করে রেখেছে।

এর প্রায় 66+ ঘণ্টা আগ থেকে গুগল সার্চ কনসোলের ওয়েব ডাটা আপডেট হচ্ছিল না। এক্ষেত্রে শুধু ওয়েবসাইটের প্রতিদিনের ইম্প্রেশন, ক্লিক সংখ্যা, ক্লিক রেট, আপডেট হচ্ছিল না। কিন্তু পোস্ট ইনডেক্সিং সাইট রেংকিং এর কোনো সমস্যা ছিল না, এখনো হচ্ছে না, অন্য সাধারণ কাজ গুলো ঠিকভাবে চলতেছে।

গুগল সার্চ কনসোলের সার্ভার ডাউন থাকার বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে টুইটারে বিভিন্ন জন তাদের টুইটে তা প্রকাশ করতেছে।

এটা শুধু আমার আর আপনার নয় সকলেই একই সমস্যার সম্মুখীন।

আশা করা যাচ্ছে অতি শীঘ্রই সমস্যাটা সমাধান হবে।

Post a Comment

© BoyzTech Bangla. All rights reserved. Developed by Jago Desain