মোবাইলে গ্রাফিক্স ডিজাইন পিক্সেলল্যাব এর মাধ্যেমে। Pixellab graphics design

Pixellab graphics and photo Editor, How to design by mobile PicsArt pixellab BoyzTech.com

হাই ভিউয়ার্স

BoyzTech এ তোমাদের স্বাগতম।

আশা করি তোমরা সকলেই ভালো আছো।

Pixellab graphics and photo Editor, How to design by mobile PicsArt pixellab


গ্রাফিক্স ডিজাইন মোবাইল দিয়ে?

মোবাইল দিয়ে ফটোগ্রাফি/ ভেডিওগ্রাফি/ ইউটিউবিং  করা গেলে কেনো গ্রাফিক্স ডিজাইন করা যাবে না।

মোবাইল দিয়েও গ্রাফিক্স ডিজাইন করা যায়, তবে সেটা সল্প পরিসরে। যেমন আপনি "লোগো ডিজাইন" "ব্যানার ডিজাইন" "কার্ড ডিজাইন" এছাড়াও আরো অনেক রকম ডিজাইন করতে পারবেন। 

কিন্তু আপনি "পাথ" বের করতে পারবেন না। এরকম আরো অনেক কিছুই আছে যা আপনি কম্পিউটার ছাড়া করতে পারবেন না।


কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায়?

সবই তো বুজলাম কিন্তু কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করব? আমার মোবাইলে এরকম কোন অ্যাপ নেই? নেই তো কি হয়েছে ডাউনলোড করে নিন 'canva' 'pixellab' এরকম অ্যাপ । তবে আমি রিকমান্ড করবো pixellab দিয়ে করার জন্য।

আমি নিজেও pixellab ইউজার। এই অ্যাপ দিয়ে খুব সহজেই আপনার পছন্দের লোগো বা ব্যানার তৈরি করতে পারবেন।


সাধারণ কিছু প্রশ্ন:

কিভাবে / কোথায় থেকে শিখবো মোবাইল গ্রাফিক্স ডিজাইন?

মোবাইল গ্রাফিক্স ডিজাইন এর কোনো প্রিমিয়াম কোর্স আছে?

থাকলে কার থেকে করা ভালো হবে?

মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে কোনো প্রকার প্রিমিয়াম কোর্স না করাই ভালো হবে। আমি বেক্তিগত ভাবে ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেখে শিখতে বলবো।


আমাকে কি pixellab প্রিমিয়াম পারসেস করতে হবে?

না করায় ভালো মোবাইল ডাটা অফ করে রাখলে অ্যাডস শো হয় না।


মোড ভার্সন ব্যাবহার করতে পারবো?

যেহেতু মোড ভার্সন ইলিগ্যাল তাই না ব্যাবহার করাই ভালো হবে। এটা আপনার একান্ত ব্যাক্তিগত ব্যাপার।


PLP কিভাবে আপলোড করবো?

pixellab এর ডানপাশে উপরে 3 ডটে ক্লিক করলে 'open plp' পাবেন । এখান থেকেই আপনার নির্দিষ্ট ফোল্ডারের নির্দিষ্ট ফাইল সিলেক্ট করে নিবেন।


কিভাবে আপনার বানানো ডিজাইন এর PLP শেয়ার করবেন?

প্রথমে আপনাকে আপনার ডিজাইন টি  pixellab প্রোজেক্ট হিসেবে সেভ করে নিতে হবে। তারপর pixellab এর ডানপাশে উপরে 3 ডটে ক্লিক করলে 'open plp' পাবেন । এখান থেকেই আপনার নির্দিষ্ট ডিজাইন টির ডানপাশে শেয়ার আইকন দেখতে পাবেন। শেয়ার আইকনে ক্লিক করে আপনার ফাইলটি নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে সেভ করে নিবেন।





Post a Comment

© BoyzTech Bangla. All rights reserved. Developed by Jago Desain