কিভাবে FL Studio Mobile এর FLM Project file ওপেন ও সংরক্ষণ করে

How to Open and Save FLM Project in FL Studio Mobile Bangla flstudio mobile fl studio mobile free download fl studio mobile free

কিভাবে FL Studio Mobile এর FLM Project file ওপেন ও সংরক্ষণ করে [How to Open and Save FLM Project in FL Studio Mobile]

এফএল স্টুডিও মোবাইল [FL Studio Mobile]

বর্তমান সময়ে মোবাইলে ভয়েস বা অডিও এডিট করার জন্য FL Studio Mobile একটি চমৎকার অ্যাপ।

অন্য আর আট দশটা ভয়েস এডিটিং অ্যাপ এর থেকে 100 গুণ বেশি ফিচার রয়েছে এই অ্যাপটিতে।

এই অ্যাপটি দিয়ে আপনি ভয়েস এডিটিং থেকে শুরু করে গানের লিরিক্স বানানো পর্যন্ত সবকিছু করতে পারবেন। আর আপনার বানানোর লিরিক্সটি আপনি বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন কিংবা মার্কেটপ্লেসে বিক্রি করতে পারবেন আর এই জন্য আপনাকে আপনার লিরিক্সটিকে FLM Project ফাইল হিসেবে সেভ করতে হবে। এফএলএম প্রজেক্ট ফাইলটি আপনি যেকোন কারো কাছে শেয়ার করতে পারবেন আর সেই ব্যক্তি তার মোবাইলে থাকা এফ এল স্টুডিও অ্যাপে এই এফএলএম ফাইলটি ওপেন করে এডিট করতে পারবে কিংবা তার গানের সাথে সেই লিরিক্সটি অ্যাড করে নিয়ে এডজাস্ট করে নিতে পারবে।


কিভাবে একটি এফএলএম ফাইল সেভ করবেন এফ এল স্টুডিও মোবাইল অ্যাপ থেকে।

এ জন্য আপনাকে প্রথমে মোবাইলে এফ এল স্টুডিও মোবাইল অ্যাপ টি ওপেন করতে হবে।

How-to-open-and-save-FL-Studio-Mobile's-FLM-Project-file
BoyzTech Bangla


আপনার প্রজেক্ট ফাইল টি ওপেন করতে হবে তারপর ডানপাশে উপরে অ্যাপ আইকন ক্লিক করতে হবে।

How-to-open-and-save-FL-Studio-Mobile's-FLM-Project-file
Fl Studio Mobile free Bangla Tips and Tricks


এখন সেভ অপশনে ক্লিক করতে হবে।

How-to-open-and-save-FL-Studio-Mobile's-FLM-Project-file
কিভাবে এফএল স্টুডিও মোবাইলের FLM Project file ওপেন ও সংরক্ষণ করে


তারপর একটি নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে সেখানে প্রথম অপশনটি FLM সিলেক্ট করা থাকবে সেই অপশনটিই সিলেক্ট রাখতে হবে। এবার সেভ বাটনে ক্লিক করতে হবে।

ব্যাস এইটুকু করলে আপনার এফএলএম প্রজেক্ট ফাইলটি সেভ হয়ে যাবে আপনার ডিভাইসে। এখন আপনি ইচ্ছে করলে এটি আপনার মেমোরি থেকে যে কাউকে শেয়ার করতে পারবেন এবং সে এই ফাইলটি আপলোড করে তার নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবে।


কিভাবে ফেলাম ফাইল আপলোড করবেন বা ইমপোর্ট করবেন?

এ জন্য সর্বপ্রথম আপনাকে এফএলএম প্রজেক্ট ফাইলটি সংগ্রহ করতে হবে এবং এটি জিপ করা থাকলে আনজিপ করে নিতে হবে।

যদি কেউ কাস্টমভাবে তার সাউন্ড এড করে এফ এলএম প্রজেক্ট ফাইল তৈরী করে তাহলে এটি একটি ফোল্ডার হিসেবে থাকবে আর যদি এফএলএম স্টুডিও মোবাইল এর ভিতরের সাউন্ড গুলো ব্যবহার করে এফ এল এম প্রজেক্ট ফাইল তৈরি করে তাহলে সেটি শুধু একটি এফএলএম প্রজেক্ট ফাইল হিসেবে থাকবে। 

এখন প্রজেক্ট ফোল্ডার বা ফাইলটি আপনার এফ এল স্টুডিও মোবাইল অ্যাপের মধ্যে ইমপোর্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপে।

তারপর আপনার প্রোজেক্ট ফাইল বা ফোল্ডার কপি করতে হবে।

FLM user files ফোল্ডারটি ওপেন করতে হবে। তারপর My Songs ফোল্ডারে ভিতরে আপনার কপি করা ফোল্ডারটি বা ফাইলটি পেস্ট করে দিতে হবে।

Folder name shortcut=>> internal storage>FLM user files>My Songs <<= Paste here


ফাইল ম্যানেজার এর কাছে এই পর্যন্তই শেষ এখন আপনাকে চলে যেতে হবে এফ এল স্টুডিও মোবাইল অ্যাপে।

এফ এল স্টুডিও মোবাইল অ্যাপ টি ওপেন করুন। এবার ডান পাশে উপরে অ্যাপ আইকন এ ক্লিক করুন। এখানে আপনার এফএম ফাইলটি বা যে নামে সেভ করা ছিল সেই নামে একটি প্রজেক্ট পেয়ে যাবেন।

প্রজেক্ট ফাইলটির ওপরে ক্লিক করুন। এখন এই প্রজেক্টটি আপনার এফ এল স্টুডিও মোবাইল অ্যাপের মধ্যে ইমপোর্ট হয়ে গেছে। আপনার ইচ্ছামত, আপনার খুশি মত, এখন আপনি এই প্রজেক্ট ফাইল টি কাস্টমাইজ করতে পারবেন, এডজাস্ট করে নিতে পারবেন।

বিস্তারিত ভিডিওতে

ভিডিও এখানে

আরও পড়ুন: কিভাবে FL Studio Mobile অ্যাপে অডিও ইনপুট করে?

flstudio mobile

fl studio mobile download

fl studio mobile free download

fl studio mobile free

ধন্যবাদ সবাইকে।

Post a Comment

© BoyzTech Bangla. All rights reserved. Developed by Jago Desain