অবশেষে সব বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশী সংগ্রামী জনতারা পেয়ে গেলো ফ্রি ফায়ার বাংলাদেশ (BD) সার্ভার।
Congratulations বাংলাদেশী সংগ্রামী জনতা।
বাংলাদেশ সার্ভারে তোমাদের সোধর সম্ভাষণ।
Read More
কেনো দেয়া হলো বাংলাদেশ সার্ভার?
- বাংলাদেশের খেলোয়াড়েরা এতোদিন যাবৎ ইন্ডিয়ান সার্ভারে খেলে এসেছে।
- কিন্তু ইন্ডিয়ান সার্ভারে প্রচুর পিংক প্রবলেম বলে নিয়মিত অভিযোগ আসতো।
- তাছাড়া তাদের দেশে কোনো Free Fire টুর্নামেন্ট হতো না সার্ভার না থাকায় ।
- এছাড়া তারা ইন গেম purchase করতে পারতো না ডুয়েল কারেন্সি কার্ড না থাকায়।
- টপ আপ প্রবলেম তো লেগেই থাকতো।
- এছাড়াও আরো কিছু বিশেষ দিক বিবেচনা করে বাংলাদেশে free Fire সার্ভার দেয়া হয়েছে।
কি কি সুবিধা পাবে খেলোয়াড়েরা এখন?
- এখন তারা বিভিন্ন টুর্নামেন্ট খেলতে পারবে।
- special ইভেন্ট পাবে।
- পিংক সমস্যা সমাধান হবে আশা করি।
- ইন গেম purchase করতে কোনো জামেলা হবে না।
- এছাড়া বাংলাদেশী ডেভলপাররা কিছু সুযোগ সুবিধা পাবেন। সার্ভার মেইনটেন, ইভেন্ট Create, BD ক্যারেক্টার এবং আরো অনেক কিছু।
- বাংলা ভাষায় কাস্টমার সাপোর্ট পাবেন ( নাও হতে পারে)
- নিজের দেশের সার্ভারের মজাই আলাদা।
- নিজস্ব একটা গেম কমিউনিটি গড়ে উঠবে ।