বর্তমানে গুগোল এডসেন্স এর "জাতীয় সমস্যা" হচ্ছে লো ভ্যালু কন্টেন্ট।
অ্যাডসেন্স দৈনিক হাজার হাজার ওয়েবসাইট রিজেক্ট করে দিচ্ছে লো ভ্যালু কন্টেন্ট কারন হিসেবে দেখিয়ে। যদিও অ্যাডসেন্সের লো ভ্যালু কন্টেন্ট সমাধান করা খুবই সহজ তবুও অনেকেই এর সমাধান করতে ব্যার্থ হচ্ছেন। অনেকেই ব্লগিং ছেড়ে দিচ্ছেন। কিন্তু কিছু সুপার ইউনিক টেকনিক জানা থাকলে আর কখনোই লো ভ্যালু কন্টেন্ট আসবে না।
কিভাবে গুগল অ্যাডসন্সের লো ভ্যালু কন্টেন্ট সমাধান করে?
অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট সমাধান করার আগে জানতে হবে কেন অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট দেখিয়ে ওয়েবসাইট রিজেক্ট করে দেয়।
অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট আসার কারণ কি?
যে কারণে গুগল এ্যাডসেন্সে লো ভ্যালু কন্টেন্ট আসে তা জেনে সমাধান করতে পারলেই ওয়েবসাইট থেকে লো ভ্যালু কন্টেন্ট চলে যাবে এবং অ্যাডসেন্স অ্যাপ্রভ হবে।
চলুন জেনে নিই কি কী কারণে অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট আসে এবং অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট এর সঠিক সমাধান।
1. কনটেন্ট কপি করা
অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর লো ভ্যালু কন্টেন্ট আসার প্রথম ও প্রধান কারণ হচ্ছে, অন্যের কন্টেন কপি করে প্লাগিরীজম ফ্রী করে ওয়েবসাইটে আপলোড করা। তাই এর থেকে মুক্তি পেতে হলে অন্যের কন্টেন্ট কপি করে কাস্টোমাইজ করা যাবে না।
নিজে ইউনিক কন্টেন্ট লেখতে হবে। আপনি চাইলে অন্যের কন্টেন্ট থেকে ধারণা নিতে পারেন, এক্ষেত্রে অবশ্যই রিলেটেড কয়েকটি ওয়েবসাইটের কন্টেন্ট থেকে ধারণা নিতে হবে। তাহলে কন্টেন্ট ইউনিক হওয়ার সুযোগ বেশি থাকে, কন্টেন্ট প্লাগীরিজম মুক্ত হয়। কীওয়ার্ড রিসার্চ করে যেসব কীওয়ার্ড এর কম্পিটিশন কম সেসব কীওয়ার্ড টার্গেট করে কন্টেন্ট লিখতে হবে।
2. ছোট ছোট কন্টেন্ট লেখা
দ্বিতীয়ত যে কারণটিকে সবথেকে বড় করে দেখা ছোট ছোট কনটেন্ট বা থিন কন্টেন্ট। সবসময় চেষ্টা করতে হবে কন্টেন্ট বড় করে লিখার। সেই সাথে আপনার কন্টেন্ট এর মাঝে রিসোর্স যুক্ত করে লিখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন ওয়েবসাইটের জন্য "content is king." যে ওয়েবসাইটের কন্টেন্ট যত ভালো হবে, কন্টেন্ট যত বেশি হবে, সেই ওয়েবসাইটের ভিজিটর/ট্রাফিক তত বেশি হবে। একটি ওয়েবসাইটের ভবিষ্যৎ নির্ভর করে সেই ওয়েবসাইটের কন্টেন্টের ওপর। তাই বড় বড় এবং আকর্ষনীয় কোয়ালিটি সম্পূর্ন কন্টেন্ট লিখুন।
3. প্রয়োজনীয় পেজ তৈরি করা
একটি ওয়েবসাইটের জন্য "About us, Contact us, Privacy Policy, Terms and Conditions, Disclaimer, DMCA" পেজগুলো অনেক গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে। এই পেজগুলো গুরুত্বসহকারে লেখা উচিত। উপরোক্ত পেজগুলো ওয়েবসাইটে না থাকলে। অ্যাডসেন্স অ্যাপ্রভ হবে না। প্রোগ্রাম পলিসি ইস্যু আসবে।
এর মধ্যে about us পেজটি বড় করে লিখতে হবে। আমরা অনেকেই about us পেজটি অনেক ছোট করে লিখে থাকি এবং এই পেজ ওয়েবসাইট সম্পর্কে পর্যাপ্ত তথ্য থাকেনা। ফলে অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট দেখিয়ে ওয়েবসাইট রিজেক্ট করে দেয়। তাই about us পেজটিতে ওয়েবসাইট সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে লিখতে হবে।
4. Google সার্চ ইঞ্জিনে সাইট যুক্ত করা
শুরুতে অনেকেই ওয়েবসাইট গুগল ওয়েবমাস্টার এ যুক্ত করে না। একটি ওয়েবসাইট কাস্টোমাইজ করার পর সর্বপ্রথম গুগল সার্চ কনসোলে যুক্ত করা প্রয়োজন। সার্চ কন্সোলে ওয়েবসাইট অ্যাড করলে কেউ সাইটের কন্টেন্ট চুরি করতে পারবে না। এবং শুরু থেকেই পোস্ট গুগলে ইনডেক্স হবে। ফলে গুগল থেকে অর্গানিক ট্রাফিক পাওয়া যায়। যার জন্য অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট আসে না।
>> গুগল ওয়বমাস্টারে বা সার্চ কনসোলে সাইট যুক্ত করার নিয়ম জানতে ক্লিক করুন।
>> গুগল থেকে অর্গানিক ট্রাফিক আনার উপায়।
5. নিয়মিত সাইটে পোস্ট করা
গুগল অ্যাডসেন্স অ্যাপ্রব পেতে হলে ওয়েবসাইটে নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত কন্টেন্ট প্রকাশ না করলে সাইটটিকে গুগল অকার্যকর হিসেবে ধরে নিতে পারে। ফলে লো ভ্যালু কন্টেন্ট আসতে পারে। তাই নিয়মিত কন্টেন্ট প্রকাশ করতে হবে।
6. সাইটে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকতে হবে
অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রভ পেতে হলে অবশ্যই ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণে কোয়ালিটিফুল কন্টেন্ট থাকা জরুরি। সেই সাথে প্রতি ক্যাটাগরিতে কমপক্ষে পাঁচটি কন্টেন্ট থাকতে হবে।
7. মেটা ইমেজ ও মেটা ডেসক্রিপশন ব্যাবহার করা
প্রতিটি পোস্ট বা কন্টেন্টের জন্য একটি ইমেজ ( কনটেন্ট রিলেটেড) এবং শর্ট মেটা ডেসক্রিপশন ব্যাবহার করা। এতে পোস্ট এর গুরুত্ব গুগলের কাছে কয়েকগুণ বেড়ে যায়। ফলে ওয়েবসাইট রাঙ্ক করে।
8. টাইটেল ঠিকভাবে ব্যাবহার করা
ওয়েবসাইটে কন্টেন্ট এর জন্য একটি সঠিক টাইটেল দেয়া এবং সেই টাইটেল কন্টেন্টের মধ্যে ব্যাবহার করা। এটি কন্টেন্ট এর কোয়ালিটি গুগলের কাছে বৃদ্ধি করতে সাহায্য করে।
উপরে আমি আপাদের সাথে অ্যাডসেন্স লো ভ্যালু কন্টেন্ট ফিক্স করার 10 টি ট্রিকস শেয়ার করেছি।
এই ট্রিকস এবং টিপস গুলো অনুসরন করলে আশা করি আর লো ভ্যালু কন্টেন্ট আসবে না।
ধন্যবাদ
আবু রায়হান
How to fixed Adsense Low Value Content?