সকলকে আজকের একটি নতুন ইনফরমেটিভ টেক পোস্টে স্বাগতম - BoyzTech.
আমরা বিভিন্ন কাজের জন্য বা প্রয়োজনে অ্যাপ ইনস্টল করে থাকি আমাদের মোবাইল ফোনে।
কিন্তু দেখা যায় প্রয়োজনে-অপ্রয়োজনে, অসংখ্য অ্যাডস শো হয় সেসব অ্যাপে।
এমনই একটি প্রয়োজনীয় অ্যাপ PhoneMaster.
এই অ্যাপটির অসংখ্য ফিচার রয়েছে। মানে ও গুনে অ্যাপটি অতুলনীয়। itel মোবাইলে অ্যাপটি ইনস্টল করা থাকে। কিন্তু সম্প্রতি এই অ্যাপটিতে গুগল ও ফেসবুকের অ্যাডস শো করতে শুরু করেছে। যে কারণে অ্যাপটি ব্যাবহার করতে অনেক সমস্যা হচ্ছে।
কিভাবে ফোন মাস্টার (phoneMaster) অ্যাপ থেকে অ্যাডস রিমুভ করবেন?
1. প্রথম উপায় premium Subscription নিন।
2. দ্বিতীয় উপায় -
ফোন মাস্টার অ্যাপ থেকে অ্যাডস রিমুভ করার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
(itel phone ব্যাবহারকারী ছাড়া)
- প্রথমে আপনার ফোনের ফোন মাস্টার অ্যাপটি আন-ইনস্টল করে নিন।
- ফোনের যেকোনো ব্রাউজার ওপেন করুন ।
- সার্চ করুন " Phone Master APKpure " লিখে।
- APKpure এর এর ওয়েবসাইটের লিংকে ক্লিক করুন।
- নিচের দিকে স্ক্রোল করুন।
- অ্যাপ ভার্সন 3.5.5.1 এ ক্লিক করুন।
- এই ভার্সিনটি ডাউনলোড করে নিন।
- এবার ইনস্টল করে নিন।
Itel phone ব্যাবহারকারীদের জন্য
আপনার ফোনে থাকা ফোন মাস্টার অ্যাপটির data storage clear করে নিন। এতে আপনার ফোনের ডিফল্ট অ্যাপ এর আপডেট আন-ইনস্টল হয়ে যাবে। ফলে আর অ্যাডস শো করবে না।
নোট: পরবর্তীতে অ্যাপটি আপডেট দিলে পুনরায় অ্যাডস শো করবে।
আপনারা কি জানেন কিভাবে অ্যাপ থেকে গুগলের অ্যাডস রিমুভ করা যায়?
- premium subscription নিয়ে।
- অ্যাপটির ওল্ড ভার্সন ডাউনলোড দিয়ে।