হাই ভিয়র্স,
BoyzTech এ আপনাদের স্বাগতম।
আশা করি সকলেই ভালো আছেন এবং আজকেও এই তথ্যবহুল লেখাটি পড়ে উপকৃত হবেন।
বর্তমান পরিস্থিতির কারণে প্রায় সব দেশের সকল মানুষই ঘরে বন্দি। কারণ আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে। যে কারণে সকলেই ইন্টারনেট মুখী হয়ে গেছে । সকলেই চাচ্ছে ঘরে বসে ইনকাম করতে।
তাই সকলেই ঘরে বসে বিভিন্ন অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স করতেছে । যেমন গ্রাফিক্স ডিজাইন, সোসিয়াল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ব্লগিং ইত্যাদি ইত্যাদি। এদের অনেকেই হিউস পরিমাণ ইনকাম করতেছে।
আমাদের আজকেই বিষয় ব্লগিং
ব্লগিং করে মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করা যায়। এজন্য আপনাকে এন্ট্রি লেভেলের এক্সপার্ট হতে হবে না।
ব্লগ কি?
ব্লগ হলো অনলাইন বেক্তিকেন্দ্রিক বা ব্যাক্তিগত পত্রিকা। এখানে ব্যাক্তি নিজের ইচ্ছে মত পোস্ট করতে পারে এবং রিডারেরা তাদের মন্তব্য জানাতে পারে। BoyzTech.com একটি ব্লগ সাইট।
কিভাবে একটা ফ্রী ব্লগ সাইট খুলতে হয়?
আপনি যদি টোটালি ফ্রিতে ব্লগ সাইট খুলে ইনকাম করতে চান তাহলে আপনার জন্য blogger.com বেস্ট হবে। এখানে আপনাকে হোস্টিং ডোমেইন থেকে শুরু করে সবকিছু ফ্রিতে প্রধান করা হবে। ব্লগারের স্টোরেজ, ব্যান্ডউইডথ আনলিমিটেড। যত ভিজিটর আসুক না কেন server কোনো সমস্যা করবে না। google দ্বারা নিয়নত্রিত ব্লগার অধিক সিকিউরিটি প্রধান করে আপনাকে।
ব্লগারে একাউন্ট করার নিয়ম:
- প্রথমে blogger.com এ যেতে হবে।
- ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।
- ব্লগ টাইটেল দিতে হবে।
- ব্লগ ঠিকানা দিতে হবে।
- এরপর আপনার ডিসপ্লে নেম বা ইউজার নেম দিতে হবে।
ব্লগ সাইট তো খোলা হয়ে গেলো এবার কাস্টোমাইজ করার পালা।
সঠিকভাবে ব্লগ কাস্টোমাইজ করার নিয়ম:
প্রথম ধাপ:-
- বাম স্লাইড-বাড়টি খুলুন।
- এখন থিম অপশনে ক্লিক করুন।
- রিস্টোর থিমে ক্লিক করুন।
- এবার আপনার ফাইল থেকে আপনার পছন্দ কৃত থিমটি সিলেক্ট করুন এবং আপলোড করুন।
নোট: উপরের ধাপগুলো করার আগে অবশ্যই আপনাকে একটি ফ্রী অথবা পেইড থিম ডাউনলোড করে নিতে হবে।
থিম আপলোড হয়ে গেলে-
দ্বিতীয় ধাপ:-
- স্লাইড বার খুলতে হবে।
- লেআউট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর প্রয়োজনীয় গেজেট রেখে বাকিগুলো রিমুভ করে দিতে হবে।
ব্লগ ওয়েবসাইট তৈরির কাজ এখানেই শেষ।
সাইট থেকে কিভাবে ইনকাম করবো?
সাইট থেকে ইনকাম করার আগে অবশ্যই আপনার সাইটে কমপক্ষে 500+ ওয়ার্ড এর 20 টি পোস্ট করতে হবে (কোনো নির্দিষ্ট বাদ্যবদকতা নেই।) গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে আপনার ওয়েবসাইট।
20 টা পোস্ট সহ ওয়েব ব্লগটি রেডী হয়ে গেলে গুগল অ্যাডসন্সের জন্য আবেদন করতে হবে। একবার এপ্রভ্ হয়ে গেলেই আপনি লাইফটাইম ইনকাম করতে পারবেন।