কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়?

মোবাইলে হলে chrome browser ওপেন করে ডেস্কটপ মোড করে নিন। ব্রাউজ করুন web.Facebook.com/ ফেসবুকে লগইন করা না থাকলে লগইন করে নিন।

কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়?

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া, প্রায় প্রতিদন ১.৭৮ বিলিয়ন অ্যাক্টিভ ইউজারদের ব্যাবহার করা সোশ্যাল মিডিয়া নেটওর্য়াক হলো ফেসবুক।
নিজের ব্যাবসাকে প্রসার করার সবথেকে বড়ো মাধ্যম সামাজিক যোগাযোগ সাইট। আর বিশ্বের সবথেকে বড় সামাজিক যোগাযোগ সাইট হচ্ছে ফেসবুক। অনলাইনে আপনার যেকোনো পণ্যের প্রমোশন করতে পারবেন খুব সহজেই। এখান থেকে আপনার পণ্যের বিক্রি কয়েকগুণ বৃদ্ধি করতে পারবেন।
আর এসব করার জন্য প্রয়োজন শুধু একটি ফেসবুক পেজ।

কিভাবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে প্রফেশনাল ফেসবুক পেজ খোলে


ফেসবুক পেজ কি?

ফেসবুকের একটি জনপ্রিয় ফিচার হলো পেজ। পাবলিক প্রোফাইলে আপডেট ভার্সন হলো পেজ - যেখানে প্রোফাইলের মত কোনো লিমিটেশন নেই। পেজের সব ফিচার আপনি আনলিমিটেড ভাবে ব্যাবহার করতে পারবেন।
সাধারনত ব্যাবসায়ী, কোনো সংস্থা ও সেলিব্রেটি তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যাবহারের পরিবর্তে ফেসবুক পেজ ব্যাবহারের মাধ্যেমে অসংখ্য ভক্ত ফ্যানদের সাথে যোগাযোগ করতে পারে।
সেলিব্রেটিদের ব্যাবহৃত পেজকে ফ্যান পেজ বলা হয়।
তবে ইদানিং কনটেন্ট ক্রিয়েটররা নিজের ফেসবুক ব্যবহার করে ফেসবুকে ভিডিও আপলোড করার মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করতেছে।

ফেসবুক পেজ কেনো খোলা হয়?

খুব সহজেই বিশ্বের সবার মাঝে নিজেকে বা নিজের বিজনেস প্রকাশ করার অন্যতম আকর্ষনিয় মাধ্যম ফেসবুক পেজ।
একজন সাধারণ ফেসবুক অ্যাকাউন্ট এ সর্বোচ্চ পাঁচ হাজার ফ্রেন্ড জুড়তে পারবেন। এর বেশি অ্যাড করতে পারবেন না।
অন্যদিকে একটি ফ্যান পেইজ এর মাধ্যেমে অসংখ্য বন্ধু, ভক্ত ও ফ্যানদের সাথে যোগাযোগ করতে পারেন। পেজে লাইক ও ফলোয়ার এর কোনো লিমিট নেই। তাছাড়া পেজ সারা পৃথিবীর ব্যাবহারকারীর সামনে ভিজিবল থাকবে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার পেজটি দেখা যাবে।
কোনো অ্যাক্টর তার ফেসবুক অ্যাকাউন্ট এর মাধ্যেমে শুধু পাঁচ হাজার ফ্যানদের অ্যাড করতে পারবে কিন্তু পেজের মাধ্যেমে সকল ফ্যানদের সাথে অ্যাড থাকতে পারবে। এখনকার সময়ে যে কোন প্রকার মার্কেটিং এর জন্য ফেসবুক বেস্ট । আর ফেসবুকে এসব মার্কেটিং করার জন্য আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজ খুলতে হবে । এছাড়া আপনি ফেসবুকে এডস রান করাতে পারবেন না। এজন্যই মার্কেটিং এর জন্য ফেসবুক পেজ এর কোনো বিকল্প নেই।

পেজের মাধ্যমে আয়:

বর্তমানে ইউটিউব এর মতই ফেসবুকেও ক্রিয়েটর স্টুডিও নামে একটি পোর্টাল আছে। যেখান থেকে আপনি ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো পূরণ করতে হবে তাহলে আপনার ভিডিওতে ইউটিউব এর মত অ্যাডস শো করবে।

ফেসবুক পেজ খোলার নিয়ম [মোবাইল ও কম্পিউটারে] :

দুটি ধাপে প্রফেশনাল ফেসবুক পেজ খোলা হয়।

আবশ্যিক বা প্রাথমিক ধাপ

পেজ খুলতে গেলো অবশ্যই আপনাকে যে কাজ করতে হবে সেগুলো আবশ্যিক।

সেকেন্ডারি বা ঐচ্ছিক ধাপ

এই ধাপের কাজগুলো আপনার পেজকে প্রফেশনাল দেখাবে। ফলে আপনার পেজের সন্দর্য বেড়ে যাবে। এবং ফ্যানদের সংখ্যা বৃদ্ধি পাবে।

আবশ্যিক ধাপ:

আপনার ডিভাইসের যেকোনো ব্রাউজার খুলুন।
  1. মোবাইলে হলে chrome browser ওপেন করে ডেস্কটপ মোড করে নিন।
  2. ব্রাউজ করুন web.Facebook.com/
  3. ফেসবুকে লগইন করা না থাকলে লগইন করে নিন।
  4. এবার টপ মেনুবারের প্লাস আইকনে ক্লিক করুন।
  5. Create Page এ ক্লিক করুন।
  6. Page Name এর জায়গায় আপনার পছন্দের নামটি দিন।
  7. এখন পেজ ক্যাটাগরি নির্ধারণ করুন। সাধারণ পেজ হলে পার্সোনাল ব্লগ দিন। আপনি এজেন্সি, পাবলিক ফিগার, এডুকেশন, আর্টিস্ট, ভিডিও ক্রীয়েটর, শপ আরো অনেক কিছু রাখতে পারেন আপনার প্রয়োজন অনুযয়ী।
  8. Page Description এ আপনি আপনার পেজে ধরন অনুযায়ী সংক্ষিপ্ত মতামত লিখুন।
  9. এবার Create Page এ ক্লিক করুন।

ঐচ্ছিক ধাপ:

  1. পেজের নামের নিচে Username এ ক্লিক করে আপনার পেজে সাথে সমজোষ্য রেখে একটি ইউজারনেম দিন। ইউজারনেম আপনার পেজকে একটি ইউনিক লিংক প্রদান করবে। যেমন: Facebook.com/BoyzTech এখানে BoyzTech হচ্ছে আমার পেজের ইউজারনেম।
  2. একটি প্রোফাইল পিকচার আপলোড দিন।
  3. একটি কভার ফটো আপলোড দিন।
  4. নিচের সাজেশন থেকে কিছু কাজ করতে বলা হবে সেগুলো স্টেপ বাই স্টেপ পূরণ করুন।
তাহলেই আপনার একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলা হয়ে যাবে।
মনে রাখবেন: ঐচ্ছিক ধাপ আপনার ফেসবুক পেজকে আরো প্রফেশনাল বানাবে।
উপরে যে পদ্ধতি অবলম্বন করে ফেসবুক পেজ খোলা শেখানো হয়েছে এই পদ্ধতিটি কম্পিউটার এবং মোবাইল ডিভাইস এই দুটি ক্ষেত্রেই প্রযোজ্য।

তাহলে আপনাদের এর সাথে দুটি বিষয় শেখা হয়ে গেল:

1. কিভাবে মোবাইল ব্যবহার করে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় এবং

2. ডেক্সটপে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়

বা ডেক্সটপ দিয়ে কিভাবে একটি প্রফেশনাল পেজ খুলতে হয়।

Read More:

How to create a professional Facebook page in mobile.
How to create a professional Facebook page in desktop.

Post a Comment

© BoyzTech Bangla. All rights reserved. Developed by Jago Desain