Low velue content এবং Duplicate account ইস্যু এর কারণ ও সমাধান

Low velue content, Duplicate account ইস্যু এর কারণ ও সমাধান যারা seo ভালোমত জানে না, যারা গুগল থেকে ট্রাফিক আনতে পারে না, তাদের জন্য একই নাম BoyzTech

হাই

welcome to BoyzTech,

আজকের টপিক হলো অ্যাডসেন্স ইস্যু

বর্তমান 2021 সালে যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছেন তাদের জন্য, সবথেকে বেশি, সবথেকে বিরক্তিকর, সবথেকে খারাপ দুটি ইস্যু সম্পর্কে।

লো ভ্যালু কন্টেন্ট সমস্যা সমাধান, অ্যাডসেন্স সমস্যা সমাধান, duplicate account, Adsense policy violation solve


ইস্যু হলো

1:- Low velue content

2:- Duplicate account


আজ আমরা এই দুটি সমস্যা এবং সমাধান সম্পর্কে বিস্তারিত জানবো।


Low velue content

যারা ওয়েবসাইট অপ্রভালের কাজ করেন তাদের জন্যে Low velue content ইস্যু, একটি সাধারণ ইস্যু।

কিন্তু যারা নতুন এবং যারা seo ভালোমত জানে না, যারা গুগল থেকে ট্রাফিক আনতে পারে না, তাদের জন্য 'Low velue content' মারাত্মক ইস্যু। তাদের ওয়েবসাইট বার বার rejected হয় Low velue content এর জন্য । 


 'Low velue content' আসার কারন?

ওয়েবসাইটে রিয়াল ভিজিটর না আসার কারণে বা বট ভিজিটর আসার কারণে অর্থাৎ ওয়েবসাইটে গুগল থেকে ট্রাফিক না আসার কারণে 'লো ভ্যালু কন্টেন্ট' ইস্যুটি আসে। 


Low velue content সমাধান :

লো কোয়ালিটি কন্টেন্টের সমাধান করার জন্য আপনার ওয়েবসাইটটিকে 

1: গুগল search console এ সাবমিট করুন।

2: প্রোপার SEO করুন যাতে।

3: হাই কয়ালিটি কনটেন্ট লিখুন।

4: ভাইরাল টপিক সম্পর্কে লিখুন।



 Duplicate account

Duplicate account কেনো আসে?

ডুবলিকেট একাউন্ট সমস্যাটি খুবই জটিল একটি সমস্যা। কারো ডিভাইসে একাধিক অ্যাডসেন্স অ্যাকউন্ট থাকলে Duplicate account আসে। কারণ একজন ব্যাক্তির নামে একটি অ্যাডসেন্স অ্যালাও করে গুগল। তাছাড়া একই নাম, একই ঠিকানা হুবহুব ব্যাবহার করার কারণেও এই এররটি আসে। অপশনাল ফোন নম্বরটিকেও দায়ী করা হয় মাঝে মাঝে।


Duplicate account এর সমাধান:

1: আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়ে থাকলে সেটি ব্যাবহার করুন ।

2: একান্তই প্রয়োজন হলে পরিবারের অন্য কারো ডিভাইস থেকে তার নামে অ্যাকাউন্ট খুলুন।

3: অন্য ডিভাইস ব্যাবহার করে দেখুন।

4: প্রয়োজনীয় ফাইল না থাকলে ফোনের ফ্যাক্টরি রিসেট করুন।

5: প্রয়োজনীয় ফাইল না থাকলে অথবা ব্যাকাপ রেখে উইন্ডোজ দিন 


নোট: উপরে 5 টি কাজ করার পর অবশ্যই নতুন একাউন্ট থেকে এপ্লাই করতে হবে। এবং আগের জিমেইল অ্যাকাউন্টে লগইন করা যাবে না অ্যাপ্রভ হওয়ার আগ পর্যন্ত।


এতদূর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।

আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন : BoyzTech ক্লিক করুন 


Read More


Post a Comment

© BoyzTech Bangla. All rights reserved. Developed by Jago Desain