How to Earn Money Online Blogging-Adsense-Youtubing

How to earn money online, online money, Adsense approve, Blogger, blogging

 হাই ভিওয়ারস,

How to earn money online, online money, Adsense approve, Blogger, কি কি বিষয়ে আমি ব্লগে লিখতে পারি


"BoyzTech" এ আপনাদের স্বাগতম।

আশাকরি সকলে ভালোই আছেন। যদিও জানিনা লোকডাউনে আপনাদের সময় কেমন কাটতেছে। লকদাউনে অনেকেরই আর্থিক সমস্যা সৃষ্টি হয়েছে। আজ আমি আপনাদের জন্য একটি প্যাসিভ আয় করার উপায় বলবো।

 

কিভাবে অনলাইন থেকে স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে টাকা রোজগার করা যায়?

আমরা হয়তো অনেকেই জানি অনলাইনে প্যাসিভ আয়ের একটি বড় উৎস "গুগল অ্যাডসেন্স" আর এজন্যই অনেকে "ইউটিউবিং" অনেকেই "ব্লগিং" করে থাকি। এক্ষেত্রে YouTube এর থেকে Blog এই সাফল্য বেশি বলা চলে। কারণ ব্লগিং করে আপনি খুব সহজেই "Google Adsense" পেতে পারেন ( কোনো বদ্যবাধকতা নেই )।


কেনো আমি ব্লগিং করবো?

ব্লগিং করে আপনি অনলাইন থেকে খুব সহজেই আয় করতে পারেন। এমন অনেকেই আছেন যারা ব্লগিং করে 1000 $ পর্যন্ত ইনকাম করতেছে। আপনি মাসে অন্তত 100 $ ইনকাম করতে পারবেন। এটি পার্ট টাইম জব হিসেবে করতে পারেন। ছাত্রছা্রীদের জন্য এটি খুবই উপকারী আসতে পারে। তারা লেখাপড়ার ফাঁকে ব্লগিং করে নিজের পড়ার টাকা যোগাড় করতে পারবে। এটি একটি মুক্তদারার কাজ, আপনার ইচ্ছে মত করতে পারবেন।


আমি কেনো "ইউটিউবিং" না করে "ব্লগিং" করবো?

বর্তমান পেক্ষাপটে ইউটিউবিং করে অ্যাডসেন্স পাওয়া খুবই কষ্ট সাধ্য ব্যাপার। কারণ "YouTube Channel" থেকে অ্যাডসেন্স পেতে হলে আপনাকে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবেই। কিন্তু বোগিংয়ের ক্ষেত্রে ক্ষেত্রে তা নয়। শুধু আপনার ওয়েবসাইটে 10+15 টা ইউনিক পোস্ট থাকলেই হবে।


কিভাবে ব্লগিং করবো?

একদম সিম্পল,

আপনার হাতে থাকা টাচ স্ক্রিন ফোনটার সাহায্যেই আপনি ব্লগিং করতে পারবেন। এজন্য আপনার যে বিষয়ের ওপর ধারণা ও অভিজ্ঞতা আছে ওই সব বিষয়ে "কনটেন্ট" লিখতে হবে। আরো কিছু "বেসিক বিষয়ে" জ্ঞান থাকা প্রয়োজন যা পরবর্তী পোস্ট এ পাবেন।


কি বিষয় নিয়ে লিখবো? কিভাবে লিখবো?

লেখা লেখির ক্ষেত্রেও কোন বাধ্যবাধকতা নেই।

আপনি যে বিষয়ে এক্সপার্ট ওই সাবজেক্ট নিয়েই লিখতে পারেন। 

আপনাদের সুবিধার জন্য কিছু ক্যাটাগরি তুলে ধরা হলো:

  1. নিউজ ( প্রতিদিন আপডেট করতে হব)
  2. বিজ্ঞান ও প্রযক্তি
  3. সাস্থ্য
  4. ইন্স্যুরেন্স
  5. শিক্ষা
  6. বিনোদন
  7. প্রশ্ন ও উত্তর ইত্যাদি।

উপরের বিষয়গুলো ছাড়াও আরো অনেক বিষয় আছে ওসব বিষয়ে লিখতে পারেন।


Note: প্রাথমিক ভাবে লিখতে প্রবলেম হতে পারে। পরবর্তীতে আর হবে না। আর আস্তে আস্তে আপনি সব কিছু সম্পর্কে অবগত হবেন।



Post a Comment