কিভাবে FL Studio Mobile অ্যাপে অডিও ইনপুট করবো।

1. অডিও গানটি নির্বাচন করুন 2. গানটি কপি অথবা মুভ করুন 3. ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করুন

কিভাবে FL Studio Mobile অ্যাপে অডিও ইনপুট করবো।

How to input audio on fl studio mobile Bangla.

মোবাইলে অডিও এডিট করার জন্যে অনেক জনপ্রিয় এবং খুবই শক্তিশালী অ্যাপ হচ্ছে FL Studio Mobile.


how-to-input-audio-on-fl-studio-mobile


এফএল স্টুডিও মোবাইল অ্যাপের বিশেষত্ব

ভয়েস এডিটিং এর জন্য সেরা মোবাইল অ্যাপ হচ্ছে এফএল স্টুডিও মোবাইল। এখানে ভয়েস এডিটের জন্য রয়েছে অসংখ্য টিউন ও টনস। তাছাড়া ডিজে মিক্সিং করার জন্য রয়েছে অসংখ্য প্রফেশনাল টুলস। কণ্ঠ চেঞ্জ করার মতো ফিচার রয়েছে এটিতে। আপনি পুরুষের কণ্ঠকে নারির কণ্ঠে ও মেয়ের কণ্ঠকে ছেলের কণ্ঠে বদলাতে(পরিবর্তন) করতে পারবেন এফএল স্টুডিও মোবাইল অ্যাপের মাধ্যমে।

মিক্সিং করার জন্য প্রয়োজীয় সাউন্ড ইফেক্ট এর সাথে রয়েছে ড্রাম, কিবোর্ড, তবলা, গিটার। এতে আপবিপিএম (BPM) কন্ট্রোল করতে পারবেন। একথায় প্রোফেশনাল অডিও এডিট করার জন্য যাবতিও টুলস এখানে পাবেন। আমার কাছে এর অডিও কুয়ালিটি অসাধারণ লেগেছে।


কিভাবে এফএল স্টুডিওতে অডিও ইনপুট করে?

1. অডিও গানটি নির্বাচন করুন 

2. গানটি কপি অথবা মুভ করুন

3. ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করুন

4. "FLM User Files" নামের ফোল্ডারটি ওপেন করুন

5. এরপর "My Songs" ফোল্ডারটি ওপেন করুন

6. আপনার গানটি পেষ্ট করুন।

এই পর্যায়ে আপনার গানটি fl studio mobile অ্যাপ এ ইনপুট হয়ে গিয়েছে।

কিভাবে FL Studio Mobile অ্যাপে নির্ধারিত অডিও ইনপুট করতে হয়।


এখন ইনপুট করা গানটি কিভাবে খুজে বের করবেন?

1. Fl Studio Mobile অ্যাপটি ওপেন করুন।

2. আপনার প্রজেক্টটি খুলুন যেটিতে আপনি গানটি ব্যাবহার করতে চান, অথবা আপনার কোনো নির্ধারিত প্রোজেক্ট না থাকলে নতুন empty প্রোজেক্ট নিয়ে নিন।

3. এরপর প্লাস আইকনে ক্লিক করে "Audio Clips" সিলেক্ট করুন। আপনার পুরনো প্রোজেক্ট থাকলে অডিও সেকশনে ক্লিক করে '+Clips' এ ক্লিক করুন।

4. "My Files" সিলেক্ট করুন ।

5. এরপর "My Songs" ফোল্ডারটি ওপেন করুন।

6. আপনার গানটি সিলেক্ট করুন।


ওয়াও খুবই সিম্পল গান ইনপুট এবং গানটি স্টুডিওতে অ্যাড করা।

আরও পড়ুন:

কিভাবে FLM Project save ও open করতে হয়?





Post a Comment

© BoyzTech Bangla. All rights reserved. Developed by Jago Desain