শেয়ারইট এর বিকল্প ফাইল শেয়ার অ্যাপ | SHAREit's alternative best file share app

SHAREit এর বিকল্প ফাইল শেয়ার অ্যাপ। স্বাগতম BoyzTech.com এর নতুন একটি টেক, টিপস ও রিভিউ পোস্টে। SHAREit কী? SHAREit হলো একটি ফাইল শেয়ারিং অ্যাপ,

 SHAREit এর বিকল্প ফাইল শেয়ার অ্যাপ।


স্বাগতম BoyzTech.com এর নতুন একটি টেক, টিপস ও রিভিউ পোস্টে।

শেয়ারইট এর বিকল্প ফাইল শেয়ার অ্যাপ | SHAREit's alternative best file share app


SHAREit কী?

SHAREit হলো একটি ফাইল শেয়ারিং অ্যাপ, যার সাহায্যে এক ফোন থেকে অন্য ফোনে বিনামূল্যে ফাইল, ডাটা, অ্যাপ সহ মোবাইলের যাবতীয় ফাইল নিতে পারবেন।

সম্প্রতি SHAREit অ্যাপ এ প্রচুর অ্যাডস শো হচ্ছে। তাছাড়া তাদের অ্যাডস আর ধরন ভালো নয়, এখানে অ্যাডাল্ট অ্যাডস দেখানো হয় যা খুবই বিরক্তিকর। মোবাইল ডাটা অন করার সাথে সাথেই নোটিফিকেশন প্যানেল ভরে যায় তাদের অ্যাডসে। যেকারনে ফোন কিছুটা সোলো হয়ে যায়, ল্যাগ করে। 


SHAREit বিকল্প হিসেবে কোন অ্যাপটি ব্যাবহার করতে পারি?

কতই না সহজ হতো যদি মোবাইলে থাকা ফাইল ম্যানেজার অ্যাপ দিয়েই ফাইল শেয়ার করা যেত।

SHAREit এর বিকল্প হিসেবে গুগলের "ফাইলস" অ্যাপটি ব্যাবহার করতে পারেন। এটি একটি ট্রাস্টেড অ্যাপ। এটি বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন । অনেকের ফোনে বিল্ডইন ইনস্টল করা থাকে। Google Files অ্যাপটিতে কোনো প্রকার অ্যাডস শো করে না। এই অ্যাপ এর সাথে বিল্ডইনভাবেই মেমোরি ক্লিনার থাকে যা মেমোরি থেকে ডুপ্লিকেট ফাইল ডিলেট করতে সাহায্য করে, তাছাড়া অ্যাপ cache clean করে ফোন বুষ্ট করে। এখন থেকে টমপোরারি অ্যাপ ফাইলস ক্লিন করতে পারবেন, যা আপনার ফোনকে অনেক স্মুথ করে দেবে।


ফাইলস বাই গুগলের মাধ্যেমে কিভাবে ফাইল শেয়ার করব?

  • ফাইলস বাই গুগল ওপেন করুন।
  • নিচের দিকের শেয়ার অপশনে ক্লিক করুন ।
  • এরপর send ও receive নামের দুটি অপশন ওপেন হয়ে যাবে।
  • আপনাকে কিছু পারমিশন দিতে হবে যেমন:- লোকেশন।
  • এখন আপনি ফাইল শেয়ার বা রিসিভ করার জন্য সপূর্ণ প্রস্তুত।

Post a Comment

© BoyzTech Bangla. All rights reserved. Developed by Jago Desain