অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলে?

অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটি পণ্য। এটি গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন, যা প্রকাশকের ওয়েবসাইটে ব্যাবহার করার মাধ্যেমে প্রকাশক লাভবান হতে পারেন।

অ্যাডসেন্স কি?

অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটি পণ্য। এটি গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন, যা প্রকাশকের ওয়েবসাইটে ব্যাবহার করার মাধ্যেমে প্রকাশক লাভবান হতে পারেন। একজন প্রকাশক তার ওয়েবসাইটে অ্যাডসেন্স এর অ্যাড দেখানোর মাধ্যেমে আয় করতে পারবে।

How to create Adsense account
Adsense account


অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলে?

অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্সে [www.Google.com/AdSense] sing up করে, অ্যাডসেন্স এর শর্তগুলো মেনে নেয়ার মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়।

অ্যাডসেন্সে কীভাবে লগইন করে?

সাধারণ ব্রাউজারে যেই ইমেইল লগইন করা থাকে, সেই ইমেইল এর অ্যাডসেন্স অ্যাকাউন্টে অটো লগইন হয়ে থাকে। এর জন্য আলাদা করে লগইন করার প্রয়োজন হয় না। তাছাড়া অ্যাডসেন্সে লগইন করার জন্য অ্যাসোসিয়েট জিমেইল অ্যাকাউন্টে লগইন করে পরে অ্যাডসেন্স এর ওয়েবপেজে ভিসিট করলে অটো অ্যাডসেন্স লগইন হয়ে যাবে। অন্যভাবে চেক করা যেতে পারে, ব্রাউজার দিয়ে YouTube.com ভিসিট করলে যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা থাকবে ইউটিউবে সেই অ্যাকাউন্টের গুগল অ্যাডসেন্স লগইন হবে।

গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়ম:

প্রথমে গুগল অ্যাডসেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। [https://www.google.com/adsense/start/]
তারপর মেইন মেনুতে ক্লিক করে Start বাটনে ক্লিক করলে, জিমেইল অ্যাকাউন্টে লগইন করা না থাকলে, লগইন করতে বলবে। লগইন করার পর ওয়েবসাইটের url এবং কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে ফরমটি ফিলাপ করতে হবে। এখন ফোন নাম্বার ভেরিফাই করে নিতে হবে। এখন অ্যাডসেন্সের হোমপেজ আসবে এবং জিমেইলটিতে পেমেন্ট ইনফরমেশন দেয়ার জন্য একটি মেইল আসবে।
এখন পেমেন্ট তথ্য হালনাগাদ করতে হবে।

কিভাবে গুগল অ্যাডসেন্স পেমেন্ট ইনফরমেশন অ্যাড করে?

পেমেন্ট ইনফো দেয়ার সঠিক নিয়ম:

অ্যাডসেন্স পেমেন্ট ইনফো অ্যাড করার জন্য,
অ্যাডসেন্স এর হোমপেজে পেমেন্ট ইনফো নামে একটা গ্যাজেট আছে, সেখানে ক্লিক করতে হবে অথবা মেইন মেনুতে ক্লিক করে পেমেন্ট - এ ক্লিক করতে হবে।
এখন নাম, ঠিকানা, পোস্ট কোড, মোবাইল নাম্বার দিতে হবে।
নোট: এই কাজ খুবই গুরুত্বসহকারে করা উচিত। এবং আগের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকলে, সেই অ্যাকাউন্টে লগইন করে সাইট অথবা ইউটিউব অ্যাড করতে হবে। একজন ব্যাক্তির একাধিক একাউন্ট থাকলে সেগুলো ডিসেবল অথবা ক্লোজ করে দিতে পারে গুগোল।

কিভাবে অ্যাডসেন্সের সাথে প্রকাশক ওয়েবসাইট সংযুক্ত করে?

মেইন মেনুতে ক্লিক করে অ্যাডস অপশনে ক্লিক করতে হবে। এখানে অ্যাডকৃত ওয়েবসাইটের লিস্ট দেখাবে। ওয়েবসাইট লিস্টের পাশে পেন আইকনে ক্লিক করে অটো অ্যাডস চালু করে নিতে পারেন।
Get code এ ক্লিক করে স্ক্রিপ্ট কোডটি কপি করে নিতে হবে। এখন কোডটি ওয়েবসাইটের হেড এর মাঝে [<head>Your code here</head>] বসিয়ে দিতে হবে।

ইউটিউব অ্যাডসেন্স অ্যাকউন্ট ও ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর মধ্যে পার্থক্য কি?

ইউটিউব ও ওয়েবসাইট অ্যাডসেন্সের মধ্যে মূল পার্থক্য হলো, ইউটিউব অ্যাডসেন্স হোস্টেড আর ওয়েবসাইট অ্যাডসেন্স নন হোস্টেড। ইউটিউব অ্যাডসেন্সের এনালাইটিক্স ইউটিউব স্টুডিওতে দেখায় আর ওয়েবসাইটের অ্যাডসেন্স এনালাইটিক্স অ্যাডসেন্সের মধ্যে দেখায়। দুটো অ্যাডসেন্স এর মধ্যে ভিন্ন ভিন্ন পলিসি বিদ্যমান।

নোট: এডসেন্স একাউন্ট খোলার আগে অবশ্যই তাদের পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশন গুলো ভালো করে পড়ে নিবেন। কি কি কারণে এডসেন্স ডিজেবল হয়, বা কি কি কারণে এডসেন্স ক্লোজ হয়ে যায়, এসব বিষয় ভালো করে জেনে নেবেন তাহলে আপনার কোন সমস্যা হবে না।

Posted by RAyhaN
BoyzTech.com
ধন্যবাদ!

إرسال تعليق

© BoyzTech Bangla. All rights reserved. Developed by Jago Desain