হাই ভিওয়ার্স,
BoyzTech এ আপনাদের স্বাগতম।
আশা করি সকলেই ভালো আছেন এবং আজকেও এই তথ্যবহুল লেখাটি পড়ে উপকৃত হবেন।
গত পোস্টে শিখিয়েছিলাম কিভাবে একটি সাধারণ ব্লগ সাইট খুলতে হয় এবং কিভাবে এর সাধারণ পরিবর্তনগুলো করে হয়। লিঙ্ক🔗
আজ শেখাবো কিভাবে একটি কাস্টম ডোমেইন অ্যাড করবেন আপনার ব্লগ সাইটটিতে।
কাস্টম ডোমেইন কি? হোস্ট কি? কাস্টম ডোমেইনের উপকারিতা কি কি? লিঙ্ক🔗
ব্লগারে কাস্টম ডোমেইন অ্যাড করার নিয়ম:
প্রথম ধাপ: ব্লগার
- প্রথমে ব্লগারের লগইন করুন।
- স্লাইডবার অপশনটি ওপেন করুন।
- সেটিং মেনুতে ক্লিক করুন।
- Publishing সেকশনটি খুজে বের করুন।
- অ্যাড কাস্টম ডোমেইনে ক্লিক করুন।
- আপনার ডোমেইন (www.example.com) নামটি লিখুন।
- সেভ বাটনে ক্লিক করুন।
- এখন একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে দুটি 'Name' ও দুটি 'Destination' দেয়া থাকবে। এগুলো কপি করে নিতে হবে। এখানে 4 টা আইপি এড্রেস এর লিঙ্ক দেয়া থাকবে, লিঙ্ক ওপেন করে আইপি 4টা কপি করে নিতে হবে।
দ্বিতীয় ধাপ: ডোমেইন প্রোভাইডার ড্যাশবোর্ড
- ডোমেইন প্রোভাইডার ড্যাশবোর্ড এ লগইন করুন।
- ডোমেইন ম্যানেজমেন্টে ক্লিক করুন।
- এবার DNS ম্যানেজমেন্টে ক্লিক করুন।
- অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করুন।
- এখন 'Host Name' এ ব্লগারে 'Name' থেকে কপি করা টেক্সটটি পেস্ট করুন।
- 'Record type' এ 'Cname' সিলেক্ট করুন।
- 'Address' বারে 'Destination' থেকে কপি করা টেক্সটটি পেস্ট করুন।
- এভাবে উপরের তিনটি ধাপ পুনরাবৃত্তি করে দ্বিতীয় 'Name' ও 'Destination' পেস্ট করুন।
- আইপি এড্রেস 4টির জন্য অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে 'Host Name' এ '' 'Record type' এ 'A' সিলেক্ট করে 'Address' বারে আইপি এড্রেস পেস্ট করুন।
- এভাবে একে একে 4 টি আইপি পেস্ট করে সেভ করুন।
- আবার ব্লগারে গিয়ে প্রথম ধাপের 1-7 পুনরাবৃত্তি করুন।
নোট: কাস্টম ডোমেইনটি অ্যাড হতে কিছু সময় নিবে।